গত ২৪/০৭/২০২০ তারিখে প্রথম বার যুগলবন্দী  শিরোনামে ৬ টি লিমেরিকের সংকলন প্রকাশ করেছিলাম। ওই সংকলনে ৬ টি লিমেরিকের মধ্যে ৩ টি আমি ও বাকি  ৩ টি প্রিয় কবি শ্রীযুক্ত সঞ্জয় কর্মকার লিখেছিলেন।
আবার এই ৬ টি লিমেরিক ই ২০/৭/২০২০ তারিখে  আসরে প্রকাশিত "শেয়াল (এক গুচ্ছ লিমেরিক)" এর মন্তব্যে লেখা হয়েছিল।

যাইহোক, ২৪/০৭/২০২০ তারিখে  প্রকাশিত  “যুগলবন্দী” লিমেরিক গুচ্ছের মন্তব্যে পুনরায় ৬ টি লিমেরিক লেখা হয়।
......... সেই লেখা গুলি লেখার ক্রমপর্যায় অনুযায়ী এখানে সংকলিত করে দিলাম!
_____________________________


(৭) কবি:- সঞ্জয় কর্মকার
কান্তা পিসির শান্ত ছাওয়াল লিখতে ছিল কলম তুলি
ব্যাঙের দেশের ঘ্যাঙর ঘ্যাঙ এ বিষয় টাকেই গেল ভুলি।
আসলো ছুটে হুতুম পুরে
খুঁজতে গিয়ে দিন দুপুরে,
দেখলো হেথায় লিমেরিকের; হচ্ছে দারুণ গোলা গুলি।



(৮) কবি:- অভিজিৎ জানা
গোলা গুলি ছুঁড়লে ছোঁড় লেখায় লেখার সুরে-                  
লেখাই পারে মিলিয়ে দিতে সব ব্যবধান দূরে।
লেখার ছায়ায়
আলোর ছোঁয়ায়
চলুন আসি একটু ঘুরে সবার হৃদয় পুরে!



(৯) কবি:- সঞ্জয় কর্মকার
আজ যে সোনা হৃদয় কানা ভ্রান্ত দিশায় প্রাণ
মারছে আর ধরছে সবাই, ধনের পানেই পণ।
ধনের তরে হিংস্র সবে
মানব নিধন হচ্ছে ভবে,
লেখা লেখির কাম না বাছা, করতে হবে জ্যান্ত রণ।



(১০) কবি:- অভিজিৎ জানা
রণ সজ্জা নাহি লজ্জা ছেড়েই বুকের ভয়-                      
আসুন তবে কাস্তে চালাই করতে তারে জয়।
জয়ের নিশান লাল পতাকা
দীপ্ত তেজের তিলক আঁকা
ধনতন্ত্র পড়বে পায়ে, চাইবে ক্ষমা হবেই বিপর্যয়!!  



(১১) কবি:- সঞ্জয় কর্মকার
ধনের নেশার ঘোরেল প্যাঁচে ভুলেই সবাই মানবতা
আগে পিছে সব ফেলে তাই আনলো দোরে দানবতা।
তাই বেদনার গাঙেই বুনি
দিন বদলের কাল টি গুনি,
বীজ বুনে দি কাব্য গাথায়; সে দ্রুম চারা উদারতা।



(১২) কবি:- অভিজিৎ জানা
উদারতা! মহান সে গুন! সবার সাধ্য নয়-          
সাধ্য যাদের তারাও মানুষ! মানুষ বাধ্য নয়।
দিনের বদল হবেই হবে-
প্রশ্ন হল হবেই কবে?
তবেই হবে ভাঙলে তাদের ঘুম, যারা জেগেই ঘুমে রয়।