যুদ্ধ যুদ্ধ খেলছি, খেলব
বোমা’টা পড়লে পড়ুক
প্রতিদিনকার সুপ্ত রাগের
পারদ চড়লে চড়ুক।
জটিলতম জ্বালাতন জটে
যন্ত্রণা বাড়ে বাড়ুক
মন্ত্রণা গুলো অসহায় প্রায়
জীবন কাড়লে কাড়ুক…।
বারুদের হোলি খেলছি, খেলব
বোমা’টা ফাটলে ফাটুক
মাথার গহ্বরে লুব্ধ বহরে
ঘৃণার গরল ছুটুক।
দ্বেষের লহরে রোষের প্রহরে
হায়েনারা এসে জুটুক
লেলিহান শিখা আগুনের গ্রাসে
গরিমা সকল লুটুক…।
যুদ্ধ যুদ্ধ খেলছি, খেলব
মিশাইল ছুঁড়ে ছুঁড়ুক
উঠোন পুড়বে মানুষ জ্বলবে
দুনিয়া পুড়লে পুড়ুক।
সীমানা বিহীন বিভেদের ভেদ
কাঁটাতার গুলো জুড়ুক
বুলেটের ঝাঁক বুকের পাঁজরে
উর্বর মাটি খুঁড়ুক…।
সাঁজোয়া গাড়িতে অভয় মুদ্রা
গোপন ক্যামেরা খাটুক
ধর্মে বর্ণে জাতিতে জ্ঞাতিতে
বাঁটোয়ারা আরও বাঁটুক।
রমণীয় প্রেমে বীরত্ব নাই
মাংসাশী নখে ছিঁড়ুক
ভালবাসা যাক অস্তাচলে
হিংসারা বুকে ভিড়ুক...।
যুদ্ধ যুদ্ধ খেলছি, খেলব
মৃত্যু নাচলে নাচুক
মরলে মরবে, নইলে বাঁচলে
জীবন্মৃত’ তে বাঁচুক।
অন্ধ আমিও অন্ধ তুমিও
আঁধার নামলে নামুক
উজাগর রাতে তরোয়াল হাতে
আমরা দিব্য কামুক…।।