হিমবাহ খসে মেরু প্রদেশে
পৃথিবীটা জ্বরে কাঁপছে
সুখী গৃহ কোন শীততাপ ঘরে
থার্মোমিটারে মাপছে
ওজনের স্তরে ফুটো হয়ে হায়
বেগুনী কিরণ আসছে
স্যাটেলাইটের সৌর প্যানেলে
আধান কণারা হাসছে
আলোক প্রভা সুদূর আকাশে
বিস্ময় ছবি আঁকছে
পেন্সিল হাতে রাজপুরুষেরা
প্রতিকার গুলো ভাঙছে
ফসিল ফুয়েলে উদ্গার ধুম
অ্যামাজন একা পুড়ছে
প্রদুষন বিষ সুশীল সমাজে
সলিল সমাধি খুঁড়ছে…