জীবন বাবু আছেন ভালো অন্ধ মুনি গোবেচারা
খবরের চ্যানেলটাতে চিপকে থাকেন আত্মহারা
বসে সে বারান্দা তে আকাশ দেখেন পর্দা ঘেরা
গরবের বাষ্প জমে নিজেকে নিজেই ভাবেন—
সবার সেরা।
জীবন বাবু আছেন ভালো সস্তা অনেক আস্কারাতে
হাসি খুশি জীবন যাপন সর্বাধুনিক মস্করাতে
বাঁ’হাতের আমদানিতে রয় খুশি খুব দুধে ভাতে
কালো মানিক জমছে কত বেহিসাবের হিসাব রাখা
রঙিন খাতে।
জীবন বাবু আছেন এখন বন্ধ ঘরে অর্ধ মরা
শহরে দাপিয়ে বেড়ায় শ্বাপদ এবং রাত্রিচরা
ঘোলাটে তাকিয়ে আছে আসমানে ওই একটি তারা
হঠাৎই পড়লে ঝরে কুড়িয়ে নেওয়ার—
ব্যস্ত তাড়া!
জীবনের সবই ভালো হিসাব তবু মিলছে না আজ
লটাইয়ের লাট্টু ঘোরে উড়ছে ঘুড়ি পড়ছে না ভাঁজ
তবুও কাটছে সুতা মাঞ্জা দিয়েও হচ্ছেনা কাজ
ফুরানোর সময় হলেও সবুর খানিক মিলছে না আজ!!
~•~•~•~•~•~•~•~•~•~•*•~•~•~•~•~•~•~•~•~•~•~