এমন অনেক- অনেক কথা
যায়না কভু বলা
বিস্মৃতি নয় স্মৃতির ভিড়ে
ঝুম দিয়ে যায় দোলা।
ফুলদানীটায় সাজিয়ে রাখা
কুলীন ফুলের ডালা
হিয়ার কোনে চুপটি ছুঁয়ে
স্নিগ্ধ বকুল মালা।
কৃষ্ণ চুড়ায় আগুন ছড়ায়
পলাশ লালে লালে
নয়ান সে যে দৃষ্টি হারায়
লজ্জা রাঙা গালে।
আকাশ ঘিরে মেঘ করেছে
লাগলো হাওয়া পালে
তড়িৎ চমক চক্ষে কাহার
অশনি কার ভালে!
শিশির ঝরে দূর্বা দলে
হাজার তারার মেলা
নাকছাবিতে সৌর কিরণ
রামধনু রঙ খেলা।
এমন অনেক- অনেক কথা
হয়না কভু বলা
বিস্মৃতি নয় স্মৃতির ভিড়ে
ঝুম দিয়ে যায় দোলা।।