আকাশের ছাদে শামিয়ানা বাঁধে কেউ
তারা খসে পড়ে পৃথিবীর প্রেমে আজও
উপকূল ভাঙে নির্বিষ কোন ঢেউ
জোনাক পোকাতে রূপকথা কেন খোঁজো!
ঈশ্বর কণা ধীরে ধীরে ক্ষয়ে যায়
ভারী হয়ে ওঠে মানুষের পদ ভার
আদলের থেকে আবডাল মুছে হায়
মুখোমুখি হয় আদমের অভিসার।
আপেলের বিষে ইভের অহংকার
নিষেধের দেশে সব টান মাটি করে
পিঁপড়েও বোঝে উড়ে যাওয়া দরকার
শ্বাপদেরা তবু অনায়াসে টেনে ধরে।
প্রতিদিনই হয় হাজারও ব্যবচ্ছেদ
ঘুণ পোকা খায় স্মৃতিদের মৃতদেহ
শরীরের পাশে অভিরাম বিচ্ছেদ
বাসর রচেছে উপবাসী জতুগৃহ…।।