ছোঁয়া-ছুয়িতেই জাত চলে যায়
অহরহ লাগে দাঙ্গা
বারুদের স্তূপে আগুনের ভাপে
সেঁকে নেয় সবে পাঙ্গা।
ক্ষুধাতুর দেশে যীশুর শিশুরা
বেড়ে ওঠে ভুখা নাঙ্গা
মিছিলের ভিড়ে বক্তৃতা তেড়ে
জাতীয় ধর্ম “দাঙ্গা”
আমাদের দেশ সবাকার নয়
অধিকার মেলে ঠ্যাঙ্গা
ধর্মের কলে মাপা হয় প্রেম
ফুঁসে ওঠে দ্বেষ চাঙ্গা!
মলিনতা বুকে পতিত পাবনী
অসহায় বহে গঙ্গা
মিছিলের ভিড়ে বক্তৃতা তেড়ে
জাতীয় ধর্ম “দাঙ্গা”
একই আকাশে চন্দ্র রাজিছে
সূর্য রাঙিছে রঙ্গে
একই বাতাস রক্তে মিশেছে
মৃত্তিকা একই অঙ্গে
বাউলের বুলি, আজানের ধ্বনি
বিলিয়েছে প্রেম মৃদঙ্গে
মিছিলের ভিড়ে বক্তৃতা তেড়ে
বিষ ঢেলে দেয় আসঙ্গে।
বিষে বিষে নীল বিষিয়েছে মন
সুখ খুঁজে নিই ভঙ্গে
ভেঙে ফেলি যত প্রীতির বাঁধন
অনায়াস অণুসঙ্গে
মুখোশের আর ধার ধারি না
মুখোমুখি সবে নাঙ্গা
মিছিলের ভিড়ে বক্তৃতা তেড়ে
জাতীয় ধর্ম “দাঙ্গা”।।