মৃত্যুর কথা কখনো বলেনি কেউ
মৃত ছায়া পশ্চাতে যেন লেগে ফেউ।
আবার কি জন্মাবো গোকুলে আবার?
মৃত্যু কি ছুঁয়ে রবে হৃদয়ে আমার?
আমি তো মরণশীল এ সত্যতা জানি
মরে আছি প্রতিদিন- আমি কি তা মানি?
নেমে এলো ধরণীতে অবিনশ্বর প্রান
অনন্ত জ্ঞানের অবারিত অভিজ্ঞান।
শিকড়ে শিকড় জুড়ে জুড়ে জাগ্রত দীপক দীপন
এলোমেলো হাওয়া এসে দিয়েছে কাঁপন।
মহাকাল চিরকাল এমনি অধির
নিরুপম নিরবতা নিয়ত স্থবির।
অবন্তী নগর থেকে বিক্রম ঝরে গেল
নাগরিক ক্লান্তিতে তবু স্মৃতি রয়ে গেল।
স্মৃতি যত বিস্মৃত বিমুক্ত বিহ্বল
কমে আসে জনরব কল কোলাহল।
মৃতেরা জাবর কাটে আধপেটা মানুষের ভিড়ে
কে হবে জাতিস্মর ক্ষুধাতুর পৃথিবীর নীড়ে?