ছোট্ট নূপুর টাপুর টুপুর
             জন্মদিনের সাজে
ব্যস্ত পায়ে চরকি পাকে  
নানান রকম কাজে।
রাংতা কাগজ বেলুন দোলা
              ঝলমলিয়ে বাড়ি  
বন্ধুরাও হাজির সবে
কেউ করে নেই আড়ি-


মস্ত বড় একখানা কেক  
              টেবিল আলো করে
কাটলো নূপুর মিষ্টি হেসে
হাতটি মায়ের ধরে।  
মাকে ছেড়ে সবাই কে সে
              কেক খাওয়ালো সুখে
রাগি চোখে বলল বাপি—
নূপুর- কেক দাওনি কেন  
তোমার মায়ের মুখে?  


টুপুর বলে- না দেব না—
এই তো সেদিন- তোমার জন্মদিনে
আমি বললাম- ঠাম্মি’কে দিই
                  তুমি করলে মানা  
বললে আমায়—
ছোটো, ছোটো'র মতো থাকো
এখন তবে আমার বেলায়
                 আমায় কেন বকো??