চেনা মুখ আজ সব মুখোশে মুখোশে
ঢেকে রাখে সব দোষ বাজে অভ্যাসে।
চালিয়াতি ভীমরতি মানুষে মানুষে
নেলাখেপা নেতা সব থাকে রসেবসে।
বেপাড়ায় কেউ মরে এ পাড়ায় কেউ
এমএলএ এসেছে দেখে ডেকে গেল ফেউ।
ঝালে ঝোলে অম্বলে আমফানে থাকে
কত লোক হেজে গেল ওরা বেঁচে থাকে।
বাবুয়ানি ষোলআনা ভাবে আবভাবে
মর বাঁচ ক্ষতি নেই কমিশন খাবে।
ঘর যদি ভেঙে যায় ঝড় যদি আসে
তেরপল পেয়ে যাবে ঘর নাহি আসে।
ভয়ে ভয়ে ঘরে থাকো কাজ নাই হাতে
রেশনের চাল খাও আধপেটা ভাতে।
তোমার হকের টাকা ঢোকে কার খাতে?
তুমি খাও নুন ভাত রোজ রোজ রাতে
রাজভোগ তবে কেন থাকে ওর পাতে?
পেটমোটা বাবুদের রেলা হাটে ঘাটে
তুমি খোঁজো সমাধান মিছিলের মাঠে।
আসলে মানুষ নয় মাথা গুনে মিছিলের ভিড়ে
গদি কার পাকা হয়? কার কাঁধে চড়ে?
আয়ারাম গয়ারাম এবারে ওবারে
বারবার ফিরে আসে কোন কাজ কোরে?
প্রতিবার ভোট আসে, প্রতিবার ভেট
বিজলী সড়ক পানি সব বাঁধা রেট।
সব যদি হয়ে যাবে এবারের ভোটে
পর বার কি হবে? ভোট কিসে জোটে?
রেখে দেয় সব কাজ পরে পরে হবে
এবারেতে লুটে নেয়, নেক্সট বার কি জানি কি হবে?
দেশ আছে সেফ হাতে তুমি থাকো দেশে
দুনিয়া চুলোয় যাক থাকো বিশ্বাসে।
সবকিছু ঠিক আছে এই আশ্বাসে
বিষ বায়ু ভরে নাও শ্বাসে প্রশ্বাসে।
কাম কাজ চেওনাকো, চেওনা শ্রমের দাম
চাইলেই মাওবাদী, আরবান বাম!
তবু যদি ল্যাঠা করো হ্যাটা করে দেবে
কোন ফাঁকে কোথাকার ভিসা গুঁজে দেবে?
যদি ভাবো চুপচাপ মুখ বুজে রবে
মুখোশ লাগিয়ে দেবে শুধু তার নাম কবে।
নেই কাজ তাতে কি? লাইন তো আছে
লাইনে দাঁড়ানো ছাড়া সদ্গতি আছে?
দিনরাত করে কাজ তোমাদের তরে
চোখে বেঁধে কোন ঢেলা? আছো কোন ঘোরে?
তোমার তো পায়ের জোর তার হাওয়া গাড়ি
মাঝে মাঝে দেখা দেন এলে কভু বাড়ি।
ব্র্যান্ডেড জামা জুতো ব্র্যান্ডেড শাড়ি
কেউ তো ফকির সাজে! কারো নেই বাড়ি!
বন্দনা করে যাও সাদা শাড়ি, পাকা দাড়ি
অন্যথা হাতে মাথা কেটে নেবে হুংকার ছাড়ি।
এই নাকি রাজনীতি রাজকীয় চালে
রাজার পেয়াদা সব ব্রাভো ব্রাভো বলে।
তবু যদি ভুল করে খোঁজো উত্তর
কারো আছে চৌত্রিশ কারো সত্তর!
তুমি শুধু ভোট দাও চেওনা উত্তর
সুখতলা ক্ষয়ে যাক তবু ঘিস দপ্তর।
এদের তো দায় নেই, দায় অতীতে
এরা শুধু ক্ষীর খাবে সময় বিতাতে।।
*********************
*****************
*************
*********
*****
***
*