জামাই—
এন. আর. আই (রম্য রচনা)
***********************
বিদেশ ফেরত গদার দাদা
অল্প ডিমান্ড তার
পণ চেয়েছে পৌনে ছ-লাখ
সঙ্গে চাকা চার।
বাসনকোসন খাট ও বালিশ
দুই ভরী এক হার
আলমারি ও ড্রেসিং টেবিল
স্নো-পাউডার আর
আতরদানি, কাজলপাতি
খান দুই তিন চার।
খাবার টেবিল, মস্ত ডিভান
মিক্সি-গ্রাইন্ডার
তেল মশলা চায় না কিছুই
উদার মাইন্ড তার।
কিচেন হবে ঝাঁ-চকা চক
আস্ত মডিউলার
পুরানো যা বাতিল সবই
ওসব পিকুউলিয়ার
অটোম্যাটিক রাইস কুকার
ম্যাজিক চমৎকার।
কালার টিভি, মাইক্রোওয়েভ
রেফ্রিজারেটার
চারটে এসি, সিলিং পাখা
দুই’টা গিজার আর
গান শোনবার জন্য দাবি
একটা সাউন্ড-বার।
কাজ কর্ম করবে না কি!
ছোট্ট সে আবদার
দিতেই হবে আপেল আঁকা
নিজস্ব কম্পুটার…
আর কিছু না; সবই হল
সমস্যা-! রাখবার
তাই তো দাবি ঘরের চাবি
ছয় খানা কামরার।
এই তো মোটে স্বল্প চাওয়া
অল্প উপহার
চাকর-বাকর লাগবে কিছু
পাচক, ঝাড়ুদার
বউ না হলেও চলবে দাদার
দাবি- শ্বশুর চটকদার!!
*********************
এই কবিতাটি প্রিয় কবি দিদিভাই শম্পা দত্ত কে উৎসর্গ করলাম...