~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
আসা-যাওয়ার নিত্য খেলায় চরণ রাখি যেইখানে
চরণ আমার পালিয়ে বেড়ায় নেই ঠিকানার সন্ধানে।
মনে ধরে যা রেখেছি সে কি রয় সংগোপনে!
হৃদয়ের পরশ পেয়ে গহীন গাঙে ছড়িয়ে পড়ে আপন মনে।
যে ব্যথা জড়িয়ে আছে সাঁঝ সকালে ঘরের কোণে
তাকে হায় বিলিয়ে দেবো জমিন জুড়ে বীজ বপনে।
ও ফসল উঠবে ভরে গোলায় আমার সুখ স্বপনে
সে সুখের পরশ পেয়ে হরষে উঠবে শশী দূর গগনে।
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~