ইথার তরঙ্গে তুমি –
কপালে চূর্ণ চুল –
একলা অনেকক্ষণ
ইথার তরঙ্গে তুমি।
তাঁতের শাড়ির মত
আলগা পরশ মেঘের
চোখের কোনে জমে থাকা
এক ফোঁটা জল –
উজল আলোর কাছে
একলা অনেকক্ষণ –
ইথার তরঙ্গে তুমি –
এপারে আমি
আমার এ দৃষ্টির কাঙালীপনা
চিরন্তন –
ইথার তরঙ্গে তুমি –
– একলা অনেকক্ষণ!!