পোষের শীতে লেপের দেশে
                যেই গিয়েছি টেঁসে  
মশা মশাই গান শোনালেন
অমনি হঠাৎ এসে।  
হাই তুলে সেই মশা গিলে
               উঠলে ভীষণ কেশে
গিন্নি বলেন- মাঝ রাতেতে
               ঘুম ছোটালে শেষে!
ভাবছি বলি চটছ কেন?
একটু আমার পাশে
ফুঁ দিয়ে দাও ঘিলুর ওপর;
               চুপটি খানিক বসে।  


বলব কিবা দুখের কথা-
কান্না ছুটে আসে  
গিন্নি গেছেন নাক ডাকিয়ে
              ইচ্ছে ঘুমের দেশে।