সেদিন রাতে হঠাৎ করে বৃষ্টি এলো...
বছরের এ সময়ে এমনিতে সে আসে-না তো- তবুও এলো
আমি ছিলাম ঘুমের ঘোরে- লেপের ওমে-
তবুও আমায়- কেমন যেন জড়িয়ে নিলো!
পেছনের বারান্দাতে ঝর-ঝর-ঝর বারির ধারা…
অশনির ঝিলিক এসে ছুঁইয়ে দিল- মন কেমনের উতল ছোঁয়া
হঠাৎই একলা আমি ভিজতে থাকি- বৃষ্টি ছাঁটে হারিয়ে যাওয়া-
সোহাগের আলিঙ্গনে বৃষ্টি-আমি-- আর সকলই দৃশ্য হারা।।
-------------------------------------------------------------------------------
এই মাত্র লিখলাম... অফিসে বসে...। গত ২০/২/২০২১ তারিখের কবিতা "অভিমান (কালকে যখন বৃষ্টি এল)" এর মন্তব্যে প্রিয় কবি শাহনূর দারুণ উৎসাহী এক মন্তব্য করেন- বলতে পারেন তাঁর ভালবাসাই প্রেরণা হয়ে এ কবিতা লিখিয়ে নিল... আজকে আসরে দেওয়ার মতো কিছুই ছিল না... সদ্য লেখা এই লেখা তাই "শাহনূর" তোমায় (আপনাকে) দিলাম।