কেউ না বাজাক, ক্ষতি কি বা তায়!
পিটে যাও কাঁঠি নিজেই নিজের ঢাকে।

যত খুশী ঢিল ছোঁড় না তুমি, ছুঁড়েছ যদি বা চাকে-  
মৌমাছি হুল ফোটাবেই জেনো তোমার পেলব টাঁকে।

    

পাওনি কিছুই! ক্ষতি কি বা তায়!  
কেড়ে নাও তুমি যেথায় যেটুকু থাকে।  

যত খুশী রুল তোড় না তুমি, ফেঁসে যাও যদি আইনের কোন বাঁকে    
চিরদিন তবে রয়ে যাবে তুমি চুনোপুঁটি দেরই ঝাঁকে।



আমদানি নেই, পকেট খালি! গড়িয়া হাটার মোড়ে-  
তবুও পকেট কেটে নিলো কি উঠতি নবিশ চোরে!

যত খুশী পার কাঁদ না তুমি, ধরেছ পুলিশ পায়ে!
আঠারো টা ঘা নিশ্চিত জেনো পড়েছে তোমার গায়ে।



ছাগলের যদি দাড়ি হয় তবে রবীন্দ্রনাথ কি!
কুকুরের পেটে সহ্য কি হয় পিওর গব্য ঘি!  

যত খুশী পার দর্শন ঝেড়ো, প্রশ্ন কখনো কোরোনা  
হিজ বিজ বিজ ভাবনা এলেও কখনোই মুখ খোলোনা।।