হাসলে হেসো মিষ্টি হাসি
আলতো হাসি পেলে
হাসতে পার অট্টহাসি
দমকা হাসি এলে।
মুচকি হাসি ফিরিয়ে দিও
মিষ্টি কথার পিঠে
দুষ্টু কথায় কাষ্ঠ হাসি
একটুও না রুঠে।
লাজুক হাসি ওষ্ঠ কোনে
ফুরফুরে ভাব মনে
প্রেমের হাসি হয় বিনিময়
আঁখির সম্মিলনে।
সেয়ানা হাসি হাসবে তখন
বুঝলে গভীর মানে
ফিক করে এক দেঁতো হাসি
চাটুকারির ভানে।
বিগলিত হাসির মানে
খুব হয়েছ খুশী
ফিচেল হাসি হাসলে জেনো
বদমায়েশি বেশি।
লাজুক হাসি এসেই পড়ে
বনলে বোকা শেষে
কষ্ট হাসি চোখের কোনে
মন্দ কপাল দোষে।
চটুল হাসি হাসবে যখন
খেয়াল রেখো খুবই
বেতাল হলেই হাসির চোটে
হবেই ভরা ডুবি।
তাই তো হাসি হাসার আগে
আবার ভেবে দেখো
সময় সুযোগ ঠিক না হলে
হাসি মনেই চেপে রেখো!
====================
রুঠে > রেগে