এমন তো নয় তোমায় শুধু
সব কিছুতে জিততে হবে
মাথায় রেখো ভাবনা টুকু
হয়ত কিছু হারতে হবে
হারা মানেই হারিয়ে যাওয়া
ব্যর্থ কিংবা বাতিল নয়
হারলে বরং শিখতে পাওয়া
দূর হয়ে যায় হারার ভয়
ভয় পাওয়াটাও তেমন কিছু
ভীষণ কোনও দোষের নয়
একটু ভিতু হওয়াই বরং
গা-ছমছম মজার হয়
যখন তুমি ছোট্ট ছিলে
গাল ফুলিয়ে মুখটি ভার
উঠতে তুমি কেমন হেসে
গল্প শুনে রূপকথার!
সে সব গল্পে রাজা ছিল
রানী ছিল, পাত্র মিত্র অনেকেই
কিন্তু পিলে চমকে যেতো
রাক্ষসেরই ভয়েতেই
কিন্তু তাঁদের প্রাণ ভোমরা
তেমন কোন পোক্ত নয়
তুমিই তাঁদের হারিয়ে দিতে
হারিয়ে দেওয়া শক্ত নয়—
ছুটছে সবাই! ছুটুক না—
সবার গতি সমান না!
পিছিয়ে পড়ার ভাবনা কিসের
এক ঠিকানা সবার না
ক্লান্ত হবে, শ্রান্ত হবে
থামবে না হয় শতেক বার
জিরিয়ে নেবে জুড়িয়ে নেবে
ঝালিয়ে নেবে আরেক বার--
এমন তো নয় হতেই হবে
বিজ্ঞানী বা ব্যারিস্টার
কিংবা কোনও আহাম্মুকো
খয়েরখাঁ এক মিনিস্টার
বরং চেয়ো মানুষ হতে
ভাল মানুষ সারাৎসার
দ্বন্দ্ব দ্বিধা থাকলে থাকুক
থাকুক কিছু প্রত্যাশা ভার
অনেক কিছু জেতার আগে
মানলে না হয় অনেক হার
কেউ যদি বা বকে ঝকে
রাগ করে কেউ তোমার পর
বুঝিয়ে দিও—
“রাস্তা আমার- আমিই বানাই”
শান্ত রেখে গলার স্বর…।।