এই তো সবে নরম শীতের শুরু
হাওয়াও যেন একটু ভীরু ভীরু
হঠাৎ করেই কেমন কেমন মন
হারিয়ে যাওয়ার এই কি শুভক্ষণ!
সত্যি যদি হারিয়ে আমি যাই
সদ্য গাভীন ধানের মাঠে মাঠে
কলমি লতার নরম কলির মতো
শিশির ভেজা আলের পথে হেঁটে—
পূব আকাশে মন্দ ভোরের আলো
বাষ্প ওঠা শান্ত দীঘির জল
শিশির জমা ঊর্ণনাভ জালে
ফুরিয়ে যাওয়ার বিষাদ টলোমল!
বিষণ্ণ, বেশ শুষ্ক শ্বাসের বায়ু
রুক্ষ ধুলো চক্ষে ধরায় জ্বালা
ঘেয়ো কুকুর ধুঁকছে ছাইয়ের গাদায়
আটকে থাকি পথ হারানোর ধাঁধায়…।।