@=০=০=০=০=০=০=০=০=০=০=০=@
হদ্দ কালা অন্ধ দাদু গন্ধ দিয়েই চেনে-
সন্দ করে ধন্ধ ঘোরে মন্দ সবই শোনে!
বন্ধ ঘরে রন্ধ্র করে
ঢুকলে পরে নন্দ চোরে
ছন্দ ভরে আদর করে গাল দুটো দেয় টেনে!!
@=০=০=০=০=০=০=০=০=০=০=০=@
কবিতা টি প্রিয় কবি শ্রীযুক্ত ডা. প্রদীপ কুমার রায়(সুশোভন কবি) কে উৎসর্গ করলাম।।