চুপচাপ সয়, হেল দোল নাই
                  জাবর কেটেছে শুধু
তাই তো সে গরু; ভবিষ্য নাই  
মরুভূমি আগে ধুধু!

  
রসাতলে যাক পৃথিবীটা আজ
                 গরুর কি যায় তাতে!
পেট পুরে খেলে, গালাগালি দিলে
লাগে না তো কোন আঁতে।


দাবানল হল! বিপ্লব হল!
                ছেঁদো কথা অতিশয়
গলকম্বলে সুড়সুড়ি পেলে
গরু খুশি সাতিশয়।


দ্রব্য মূল্য বাড়লে বাড়ুক
                গরুর কি আসে যায়!
মালিক তো তার দুই টাকা দরে
চার কিলো চাল পায়-

  
ফ্যানভাত হলে ফ্যানটুকু খাবে
                কাজ নাই কোন সালিশে
মাথা ব্যথা অত সয় নাতো ধাতে  
গরু নাই কোন নালিশে।।  
======================================
এই কবিতাটি কবি প্রিয় শ্রীযুক্ত গোপাল চন্দ্র সরকার কে উৎসর্গ করলাম