~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
ঘুম ভেঙ্গে মিনি বলল বাবাকে
প্রমিস এখনই করো
এবার ছুটিতে বেড়াতে যাবোই
শুনবো না কথা কারো।
হাসিমুখে বাবা বলল তখনই
আগে ক্যালেন্ডার টা দেখি
ছুটিছাটা কবে পাওয়া যাবে
এইবেলা দেখে রাখি।
এপ্রিল শেষ; মে মাসের শুরু
বাবাকে বলল মিনি
আর মোটে কটা দিন বাকি
এখনো টিকিট কাটনি!
মধুরিমা বলেছে ইউরোপ যাবে
নবনীতা আমেরিকা টুরে
পুরো দু’মাসের সিডিউল ওর
ডিজনি আসবে ঘুরে।
আরো কটা দিন এভাবেই কাটে
জুনের সেকেন্ড উইকে এসে
অবসর পেলো ছ’দিনের মোটে
ছুটি এলো অবশেষে!
শুনবো না আর কোন কিছু কথা
পেয়ে গেছো গরমের ছুটি-
বিদেশে না হয় নাইবা হলো
চলো না সিমলা অথবা ঊটি।
মুখ ম্লান করে বলল বাবা
না রে; এবারে যাওয়া হবেনা
রিসেশনে ওরা দিয়েছে ছুটি
কি যে হবে কিছু জানিনা।
গতবার ছুটি কেটে গেলো হামে
পেয়েছিলে ভয় কত না!
এবারেও বুঝি তাই হবে নাকি!
মা; তুমি কেন কিছু বলো না?
অভিমানে মিনি শুতে গেল একা
রাতে সে কিছুই খেলো না
মৃদু স্বরে বাবা বলল মা কে
মেয়েকে কিন্তু বকো না।
রাত্রি তখন অনেক গভীর
ঘুম গেল ভেঙ্গে আচানক
গুমরে কাঁদছে বাবা মনে হয়
মিনি চেয়ে থাকে অপলক।
কতদিন হলো হয়নি যাওয়া
বাবার নিজের দেশে
ঠাকুমার কাছে নিয়ে যাবোই
বাবাকে, ক’দিনের অবকাশে।
ধীরে ধীরে রাত ফুরিয়ে গিয়ে
ভোরের সূর্য এলে
চেয়ে দেখে “বাবা” ঘুমিয়ে আছে
ছোট্ট মিনির কোলে।।
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~