~্~্~্~্~্~্~্~্~্~্~্~্~্~্~্~্
শাস বহু তে রাত বিরেতে দিচ্ছে শুধুই কিস্তিমাত!
পাশ-পরিবার সাধছে কতই; শুনছে না কেউ যুক্তিবাদ।
নাস্তানাবুদ বাপ ব্যাটা তে-
পারছে না সে গোল ঠ্যাকাতে
কান মুলিয়ে মেনেই নিলো- এই জীবনে মুক্তি বাদ!!
~্~্~্~্~্~্~্~্~্~্~্~্~্~্~্~্
কবিতা টি প্রিয় কবি শ্রীযুক্ত ডা. প্রদীপ কুমার রায় (সুশোভন কবি) কে উৎসর্গ করলাম।।