ইচ্ছে যতই- চুলোয় সে যাক
ঝুল বারান্দা; জ্যোৎস্না মাখা রাত
আকাশ জুড়ে বৃষ্টি ঝরুক
জীর্ণ খাটে অ্যাসিড পোড়াক হাত।


ভাবনারা সব জটিল কুটিল  
টাখনা মারে নিতম্ব আর স্তন
শব কামনায় ঝরছে লালা  
জ্বলুক না'হয় নিজের অধস্তন।


শৃঙ্গারে আর কাজ কি বল
সদ্য কেনা- ঘরেই অভয় বন
শিকার শিকার খেলতে থাকে  
হায়না সোহাগ অতৃপ্ত তর্পণ।
    

ছাদ বাগানের হীরক দ্যুতি
পুরুষ ঘ্রাণে বিষাক্ত মৌবন  
ছিটিয়ে দেওয়া ঝর্ণা জলে
অনিচ্ছাতেও নিষিক্ত যৌবন।।