~•~•~•~•~•~•~•~•~•~•~•~
আর্জেন্টিনা জিতে গেছে কাল;
ব্রাজিল গিয়েছে হেরে-
উল্লাসে কেউ মেতেছে পাড়ায়
কেউ বা লুকিয়ে ঘরে।

গলা ছেড়ে কেউ কাঁদছে বসে
কেউ বা রয়েছে ঘোরে-
নিঃশ্বাস ফেলে ভাবছে বা কেউ
পাথর গিয়েছে সরে।

রাত জাগা কারো সার্থক হল
কেউ বা বিষাদময়-
এবারে না হয় নাই বা হল
আর বারে নিশ্চয়।

হতাশা কাটিয়ে কেউ বা হয়তো
আজও জাগবে রাত-
ইউরো কাপের ফাইনালে আজ
করবে কে বাজিমাত!

কালো ঘোড়া কে? কে বা ফেভারিট!
কত না বাছবিচার-
শেষ হাসিটা হাসবে যে কে?
কার হবে মুখ ভার!

জাদুকর ওরা ফুটবল খেলে
বাঙালি আবেগ প্রবণ-
জেতা বা হারায় কি আসে যায়
দুচোখে অঝোর শ্রাবণ!!
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~