এ মৃত্যুপুরী চিরকালীন নয়-
আশা রাখি হবে নতুন সূর্যদয়।
কাল না হলে পরশু-
আবার হাসবে সবাই-
বসুধা এগিয়ে এসে
নির্বাক মুখে দেবে ভাসা
বুকে দেবে নতুন ভোরের বরাভয়।
এমন কঠোর কঠিন চিরন্তন নয়-
আশা রাখি হবে বৃষ্টির পরিচয়।
ফুটিফাটা মাটি ভিজে যাবে প্রেমে
মৃত্তিকা চন্দন, সবুজের সারি আসবে নেমে
ধুয়ে যাবে ক্রন্দন, পৃথিবীর ঘুম ভেঙ্গে যাবে
তাঁর জঠরে অঙ্কুর উদ্গম, মুছে যাবে মৃত্যুর ঘুম
নবজাতকের হাসি কলতানে নতুন দিগন্ত উন্মুখ।
এমন নির্বাক বিফলতা শাশ্বত নয়-
আবার চলবে কোদাল, উঁকি দেবে নব কিশলয়।
অভুক্ত শরীরের ঘামে আর যন্ত্রণা নয়-
এ স্বেদ বিন্দু অমৃত, এতে বীজ বোনা হয়
সোনালী ফসলে ভরে যাবে গোলা
শ্রমিকের হাতে কাজ হবে,
কৃষকের মুখে ভাতের গরম দলা।
এ দীর্ঘকালীন শীতঘুম অবিনশ্বর নয়-
আশা রাখি আগামী বসন্তে নব অভিনয়।
মাঠে হাটে বাজারে নতুন মানুষের ভিড়ে
কলরব কোলাহলে নতুন দিনের ভোরে
সমাবেশ, সফলতা অনুভব হৃদয়ে উদগত
আবার নতুন শুরু ফিনিক্স পাখির মত
এ চলার শেষ নেই, এ চলা চিরকালীন চির সমুন্নত।।