ধুমপানেতে প্যাসিভ চুমু
লিকার চায়ে প্রেম
সদ্য কিশোর গোঁফের রেখা
নস্টালজিক ফ্রেম
বয়েস তখন সদ্য তেরো-
ফুটন্ত মৌবন
শিরশিরানি বুকের ভেতর
নিষিদ্ধ যৌবন
হঠাৎ করেই উচ্চকিত
কণ্ঠ দেশের হাড়
রাখতে শেখা মায়ের থেকে
একটুখানি আড়
হাতছানিতে প্রবল ছিল
নিষেধ ভাঙার ডাক
লাই পেয়ে মন তুঙ্গে তখন
তীর্থের সেই কাক!
এমন সময় ওই আকাশে
ধূমকেতু উত্থান
কলেজ ফেরত অষ্টাদশী রাই
গতির তুফান
হাফ প্যাডেলে; উৎকণ্ঠায়
হয়ত বা মরে যাই!
গলির মোড়ে ল্যাম্পপোস্টের
অপেক্ষা একশেষ
সাতসকালেই ব্যস্ততা ঢের
অথই নিরুদ্দেশ
সন্ধ্যা প্রহর কিংবা শীতের রাত
ঝাপসা আলোর সাথী
ঝুল বারান্দা একলা কিশোর চাঁদ
ফরটি ওয়াট বাতি
বৌ কথা কও; আমের মুকুল
টাটকা সোঁদা ঘ্রাণ
কল্পনাতে ঠোঁট রেখে তার গালে
ঝড় তুলেছে—
ফিলগুড হরমোন…।।