আজকাল খুব তাড়া আমাদের—
অথচ কোথাও কেউ যাইনা
মস্তিষ্কে ক্রমাগত রক্তক্ষরণ
অথচ কখনোই টের কিছু পাইনা
সমস্ত ব্রহ্মাণ্ড থেমে যাক হঠাৎ
দাঁড়িয়ে পড়ুক সময়ের চাকা
আমি হাঁটু গেড়ে বসে পদতলে
সমুখে প্রসারিত হাত দুটি রাখা
সমস্ত সিগন্যাল হয়ে যাক লাল
চেয়ে দেখ অবধূত কাঙালপনা
টেলিস্কোপের মত উজাগর ঠোঁট
অধঠোঁটে তুলে নাও পীযুষ কণা
বিষণ্ণতা মুছে যাক পৃথিবীর থেকে
জোয়ার আনুক ডেকে এলিয়েন চাঁদ
চরাচর ভেসে যাক ফেরোমেন ঘ্রাণে
পিটুইটারিতে জেগে থাক –
দুনিয়া ধরার এই ফাঁদ!!