দুখিনী প্রদীপ রাখেনি সাজায়ে আঁধার অন্তপুরে
ফাগেরই মতন দিয়াছে উড়ায়ে সকল গগন জুড়ে
সমীরণ আসি দুয়ারে তাঁহার দিয়াছে মধুর দোলা
চরাচর জুড়ে ফাগুনের নীলে অবারিত প্রেম খেলা।
পলাশের বুকে আজি কত সুখে ভ্রমর জুটিছে মেলা
মিলনের আশে প্রণয় পিয়াসে বাহিছে গানের ভেলা।
আম্র মুকুলে মধুকর জুটে আকুল মদিরা ঘ্রাণে
নব কিশলয় উদ্গম হয় আলোক সম্মোহনে
তটিনীর ঘাটে জল ভরে নিয়ে সোহাগ ব্যাকুলা নারী
অনুভবে পেতে প্রিয় পরশন চুমিছে গাগরি তাঁরই
চূর্ণ চিকুরে ছুঁয়ে দিতে চায় কোমল কপোল তাঁর
অবনত মুখে নিদারুণ সুখে পুলকিত স্মৃতি ভার।
কলতান রবে বিহগের দল গোপনীয় অভিসারী
নিদ্রা বিহীন রজনীর ভালে চন্দ্রিমা উজাগরি
একা শয্যায় একাকিনী রাই ফাল্গুন বুঝি যায়
ভরা যৌবন কুসুমিত দল পরাগ মিলিতে চায়
মেঘমল্লার বাজিছে পরাণে নয়নে বারির ধারা
অনুভবে তবু ছুঁয়ে প্রিয় মুখ আশ্লেষে মাতোয়ারা।।