সাইলেন্ট মোডে মোবাইল;
তবু ভায়োলিন যেন বাজছে!
অবলোহিতের প্রবাহ ধারা রিমোটে'র মুখে নাচছে—
উড়ো চিঠি এলো ইথারে'র তারে রাত্রি তখন ঢলছে
একাদশী চাঁদ মেঘের মিনারে
মোমবাতি হয়ে জ্বলছে
মশকে'র গানে তোষকে'র টানে
ঘুম ভেঙে ছারখার
তেলাপোকা লেখে প্রেমের কাব্য গভীর রাত্রি পার
স্বেদ বিন্দুতে ক্লেদ ধুয়ে যায় স্মৃতি'রা জীবন সার
অবিসংবাদী প্রেম মানে বুকে
অসম বিষাদ ভার
ঝিঁঝিঁ পোকা সাধে, জোনাকিরা ছাদে,
একলা উঠান কাঁদছে
নিশাচর মন উজাগর বন ফন্দি ফিকির ফাঁদছে—
শেয়ালে'রা ডাকে খোঁজে যেন কাকে; শ্বাপদে'রা জিভ চাঁটছে
সময়- সময়ের আগে বুকের বাঁ'দিকে
বাইপাসে খাল কাটছে
শিশিরে'র মত তারা ঝরে পড়ে-
ঘাসে'রা হিসাব রাখুক
পোড়া ছাই গুলো গঙ্গা'র বুকে নিয়ত জমতে থাকুক
পৃথিবীটা জুড়ে আমার মতোই অনেক অনেক অসুখ
বিস্মৃত প্রায় সুখের খবর—
রাখে প্রেমিক ফেসবুক।।