ঠোঁট যদি তোর সূর্য হতো
অনায়াসে পুড়াতিস
এভারেস্ট হলে বুকের মাঝে
অনায়াসে জুড়াতিস
কালো মেঘ চুলে কালবোশেখী
জীর্ণতা উড়াতিস
চোখ যদি হতো সমুদ্র তোর
ফসিল কুড়াতিস
এত কিছু ছিল সম্ভাবনা
কত কিছু পারতিস
নোনা জলে তবু ভেসে গেলি
এত কেন কাঁদতিস??