মহাকায় ষাঁড় আলতামিরায়
আড়মোড়া ভাঙে লজ্জায়
হাজার বছরে হাজারো বিহানে
শুয়ে থাকা ভূমি শয্যায়!
গিরি মাটি লেগে শৃঙ্গ’তে তার
উদ্বেগে করে চিৎকার
দুর্বার প্রেমে ঝরে পড়া ঘামে
প্রেয়সীর প্রিয় সীৎকার…
আকাশের লাল নিভে আসা তারা
ফেলে আসা দিন কপ্চায়
যৌবন টুকু ফিরে পেতে হায়
শরীরের কল কব্জায়
প্রেম-টেম নয়; যৌনতা চায়
আচানক গুহা দরজায়
ইরোটিকা তার ইথিওপিয়ায়
বর্ষে না;
শুধু গর্জায়…।।