এখনো তোমার সদ্য আঠারো
আটকে আটাশে আমি
বয়সে’রা শুধু সংখ্যাতে বাড়ে
           মনে মনে অধোগামী…
  
পাশ ফিরে শুয়ে প্যাসিভ পদ্যে
শ্রীমতী সহসা বলে –
উল্টো গুনতি বয়সের মোহে
                সদ্য যুবতি হলে
হেঁটে চলে যাব- তেরছা দৃষ্টি  
আটকে থাকবে খাঁজে
পাড়াতুতো যত প্রেমিকের দল
           পুড়বে কোমর ভাঁজে

বললাম-
শাব্বাশ! কেয়াবাৎ-!  
আমিও পুড়ব পতঙ্গবৎ    
           আগুনের প্রতি ধেয়ে  
বুড়ো বয়সের ভীমরতি ভেবে  
চিবিয়েই নিও খেয়ে  

হলপ করে বলতেই পারি
ইলোপ করব তোকে  
নিন্দুকে খুশী মন্দ বলুক  
         বলুক যা কিছু লোকে…।।