এই দিলাম ছুঁয়ে –
চোখ তুলেই দেখ অপরিচিতা
এই নিলাম নিয়ে –
ছোঁয়াচ টুকু পাওয়ার ছুতা!
ব্যস্ত পায়ে পা দানিতে –
নামলে পথে নরম রোদে;
তোমার হাতের ছোঁয়া –
লব্জা বাসের হাতলটাতে
এই দেখো সেই নরম স্মৃতি
লুকিয়ে আমার রুক্ষ হাতে।
আলতো ছায়া পড়ছে যেথায়
ঘাম ঝরানো দূর্বা ঘাসে
রুমাল ছোঁয়ায় মুছিয়ে নিলে
শিশির কনা নাকের ওপর; মুচকি হেসে
সুমিষ্ট এক গন্ধ হঠাৎ
জলপ্রপাত উপচে এলো
আদর ঘন সুখের পরশ
গভীর ছোঁয়ায় ছুঁইয়ে দিলো
যে ছোঁয়াটা একান্ত ওই লাজুক মুখে
এক লহমায় দুলিয়ে দিল আমার বুকে।
-----------------------------------------------------------------------------------------------
অনেক দিন পরে এই মাত্র কয়েক লাইন লিখলাম...... মাথার মধ্যে আরও কয়েক লাইন ঘুরছে... কিচ্ছু করার নেই, এখুনি জরুরি মিটিং এ যেতে হবে... পরে কিছু লিখলে আপডেট করে দেবো। সুপ্রিয় কবি বন্ধুরা ভাল থাকবেন সবাই কে ভাল রাখবেন। শুভ রাত্রি!!!