এখন সময় থমকে গেছে
                 কাজলা মেঘের পিছে
উৎকণ্ঠায় কাটছে প্রহর
                 ক্ষুব্ধ হচ্ছি মিছে।

অন্ধ মনের বন্ধ দ্বারে
               দিচ্ছে কে বা তাড়া!
শিরস্ত্রাণে ভরসা কি বা  
                ঝুলেই আছে খাঁড়া।

মোমের আলো চপল মতি
              নাচন লাগে তায়-
মন্দ হাওয়ায় সন্দ ছড়ায়
              এইবা নিভে যায়!  

সবার মুখেই দুর্বার ভয়-
                চোখ গিয়েছে বসে।
দমকা হাওয়ায় এই বুঝি কোন
                পড়ল তারা খসে।

তরল গরল অন্ধকারে
                অনিঃশেষের টানে-
জোনাক আলো চক্ষু ধাঁধায়
                কাঁপন লাগে প্রাণে।

মুক্তি কি আর মিলবে বল
               খুঁড়লে মাথা ভূমে!
অষ্ট প্রহর ডাকছি তাঁকে
               মহান কিতাব চুমে।  

ওই কি দূরে মিটমিটিয়ে  
               আশার আলো জাগে!
এমনি করেই কাটবে কি দিন
               মিলব আবার ফাগে!

সেই সে আশায় বাঁচছি আজো
             হৃদয় জ্যোৎস্না প্রেমে
আসবে কবে ওই আকাশে
            অমোঘ বৃষ্টি নেমে!
-------------------------------