আগামী বৃষ্টির ছাঁটে
অনাগত প্রেম –

এখুনি বারেক কান্নার পরে
ধুসর হয়ে যাবে—
আকাশ।

ল্যাম্প পোষ্টের তলায়
একলা অনেকক্ষণ তুমি
একা –

মাথার ওপর এক চিলতে মেঘ
হয়ত বৃষ্টি আসবে আবার –
মুছে যাবে কান্নার পরত।  

একা বসে জানালায় আমি
বাহিরে ধুসর – আকাশ
আর –

একলা অনেকক্ষণ তুমি —
একা –।।