এক ফালি চাঁদ আটকে আছে- মাদার গাছের মগ ডালে -
এই বুঝি টুক পড়ল ঝরে- হাওয়ায় কাঁপন টের পেলে।
পাগলা জগাই কোঁচড় পেতে- কুড়িয়ে পাওয়ার আশ রেখে -
এক দানা মেঘ মজার ছলে এক ঘটি জল অমনি ঢালে।
জল যমুনা! নিভল জ্বালা- পিয়াস বোঝার মেঘ জলে-
গন্ধে মাতাল মৌ-পাপিয়া মন মজাল নিম ফুলে।
কৃষ্ণকলি আপনা ভুলি লুকিয়ে চাঁদের মুখ দেখে -
বিষের ছোবল লাগল বুকে! ভ্রমর কি তার মন পেলে!
মনের খবর কেই বা জানে! দমকা হাওয়ার ডাক পেলে -
উদাস বিথে নিঝুম চিতে- কোন মাধুরী যায় খেলে!
ব্যাকুল নয়ান সুখ খুঁজে নেয়- হৃদয়কে তার মুক রেখে -
মলয় হাওয়ায় মন ভরে না- তপ্ত দহন মোম জ্বলে।
মন্দ আলোয় চরণ যুগল- ত্রস্ত ধেয়ে যায় চলে -
পাগলা জগাই চেয়েই থাকে- মলিন সে তার চোখ মেলে।
ওই রজনী কৃষ্ণ কায়া- মাদার তলে বৃষ্টি মেখে!
লক্ষ মায়ায় বক্ষ জুড়ে এক ফালি চাঁদ কুড়িয়ে পেলে!!