এখন আমরা শুধুই- আমাদের ছবি
ড্রয়িং দেওয়ালে হাসি হাসি মুখ
বেডরুমে শুয়ে শুঁয়োপোকা দুই
শিতঘুমে খোঁজে পিঊপার সুখ—
পাপোশ রেখেছে ধুলোর খবর
বালিশ রেখেছে মনের
ক্যামেরা রেখেছে অভিরাম প্রেম
ইতিহাস প্রতি ক্ষণের।
আলমারি খাটে দেরাজে সিলিঙে
কারুকাজ অকরণ
পিউরিফায়ারে শুষেছে দূষণ
আপোষের প্রকরণ।
সুখে আছি খুব, ভাল নেই তবু
বিভূঁই ঠিকানা দেশ
ছবিটাই শুধু বলে যায় হেসে
এই আছি ভাল বেশ—
এই আছি ভাল বেশ—!!