মেয়ে নয়-
এ যেন বাগান!
বকুল গন্ধে ভরা –
উজল বৃন্তমূল!
মেয়ে নয়-
এ যেন বাগান!
বটের ঝুরির মত –
আলুলিত শ্রাবস্তি কেশ
বনান্তরে –
ছুঁইয়ে দেওয়া চোখ!
মেয়ে নয়-
এ যেন বাগান!
আঁচল ভরা বিষণ্ণ বিরাগ
অম্বুরি ঘ্রাণ –
মেয়ে নয়-
এ যেন বাগান!
নূতন ধানের মত
তথাগত চিতে
সোনালী বিকেল রোদে
একা আনমনে ভিজে
বিজন বাতাসে
অকারণে কানে কানে
সুর বুনে যায়
নূতন ধানের মত
মধু গন্ধ মায়ায়।
একা হতে হতে
অজস্র ঘ্রাণের মত
প্রতি রোমকূপে
একা মেয়ে –
মেয়ে নয়-
এ যেন বাগান!
হাওয়া ফের বয় –
ফিরতি পথের বাঁকে
শ্যামলী ছায়ার পাশে
একা বাঁধা ধবলী গাই
একা মেয়ে আনমনে
বিজন গানের ভোরে
দূরের আকাশ পানে
মিশে যায় একা মেয়ে-
মেয়ে নয়-
এ যেন বাগান!!