হাত বাড়ালে ছুঁতেই পারি
কিন্তু দ্বিধা অনেক
মুঠোফোনের মুহূর্ততে
থমকে থাকি ক্ষণেক-
একটা গভীর দীর্ঘশ্বাসে
এক-একটা পল পার
বুকের ভেতর উথাল পাথাল
ভবিষ্য ছারখার
দূরত্ব- সে বাড়তে থাকে
জমছে অভিমান
অলঙ্ঘ্য এক পাহাড় প্রমাণ
বাড়ছে স্বভিমান
একটা বাটন- সাহস করে
একটি বারের তরে
আঙুল ছোঁয়া ছুঁইয়ে দিলে
দূরত্ব যায় সরে
এত্ত কাছের এই দূরিতে
মুহূর্ত যায় পুড়ে
নিঃস্ব ব্যথায় ঋদ্ধ করি
হৃদয়’টাকে খুঁড়ে।।