পথের মাঝে পথ হারালে
পথ চলা কি শেষ!
পঙ্গু হলেও সঙ্গী সে রয়
মান-অভিমান বেশ।
হাতটা ছুঁয়ে থাকলে পরে
ঘ্যানঘ্যানে অভ্যেস
হাত ছাড়ালেই ফুসমন্তর
অথই নিরুদ্দেশ।
চক্ষে হারায় দৃষ্টি মায়ায়
ঝলমলে তার রেশ
চক্ষু বুজে আর কি খোঁজে
উদ্বায়ী উদ্দেশ!
অযুত কথা ঝুম বিকেলে
দিন ফুরালেই শেষ
রোদ মিলালে রাত্রি নামে
খেই হারানোর ক্লেশ।
ভাবনা বুকে হাজার ক্ষত
ভাবনা সে দুর্বেশ
দুয়ার খুলে দাঁড়াও দ্বারে
তুমিই না দুর্গেশ!
কিচ্ছুটি তার হারায়না সে
হারালে বিদ্বেষ
হাত বাড়ালেই বন্ধু হওয়া
আগামী সন্দেশ।।