পৃথিবীটা ভায়া ভালো নয় মোটে
জঙ্গুলে আর হিংসুটে
চাঁদটাও হল তেমনি ধারা
ভোম্বলে আর বোম্বেটে—
মঙ্গলও বাবা তত ভাল নয়
রুখাশুখা আর বিদঘুটে
শুকতারা হল জ্বলজ্বলে তবে
স্বাদ ভালো নয় তিতকুটে।
বুধ সে তো ভাই ভয়ানক খুব
তেলতেলে আর চ্যাটচ্যাটে
গ্রহ গুরু হল বেস্পতি, তবে
রাশভারী আর ক্যাটক্যাটে।
নজরের দোষে শনি বেচারার
গালাগালি জোটে ফোকটে
বলয়েরা তবে ঝুলেছে গলায়
ঝলমলে হীরে লকেটে!
ইউরেনাস- বহু ক্রোশ দূর
যেতে হলে কোনো শকটে
টান পড়ে যাবে নিশ্চিত জেনো
যত ভারী হও পকেটে।
নেপচুন ব্যাটা শীতকাতুরে
নাজেহাল আর ল্যাটপেটে
বদনাম হয়ে প্লুটো ভাই দুখি
মুখ সাদা তার ফ্যাটফ্যাটে
পড়ে আছে শুধু কুইপার বেল্ট
সূর্য সোনাও ছটপটে
যেতে হলে ছেড়ে সৌরজগৎ
হতে হবে খুবই চটপটে
তড়িঘড়ি করে ইঞ্জিন চালু
ইন্ধন শেষ রকেটে!
কপালের দোষ; স্টার্ট দাও তবে
পড়ে থাকা ভাঙা মোপেডে!!