বাসি বৃষ্টি পাতে ভিজে
চোখের জলের কাছে
মিছে অভিমানে-
এখনো নতুন করে খুঁজে নিই
তোমাকেই।
ধুসর কবিতার কাছে-
আমার অসঙ্গত ঋণ।
চিরদিন আমার ভেতরে তুমি
আমি দূর বাতায়নে-
নবীন ঝোপের পাশে
বিরুতের মত মাথা হেঁট করে
মহীরুহ ছায়ে –
তুমি দীন – দীন তম হয়ে
বসে পড় ভূয়েঁ – সমুখে
অনন্ত আকাশ হাতছানি দেয়।
অধুনা কালের কাছে
বড় বেশি ঋণ-
চিরদিন দুখের দীপ খানি জ্বেলে
তামসী পথে একা ফিরে যাব
একা হতে হতে –
তবুও একথা জেনেছি আজ
তুমি হাত পেতে রবে
চেয়ে নিতে হাত দুটি মোর।।