যে কবিতা লেখার ছিল—
এখনো তা বাকি
যা লিখেছি কর্তা ভজে—
সব কিছু তা মেকি।
সবই বুঝি, কোনটা খাঁটি—
কোনটা নকল সোনা
পেটের দায়েই সেলাম ঠোকা,
খাঁচায় পোষ মানা
যে কবিতা লেখার ছিল—
এখনো তা বাকি
স্বর্গে গিয়েও ধানই ভানে—
অভাগা এই ঢেঁকি।।