এক হয়েছে নতুন হুজুগ  
                  ধর্মে আঘাত ভাই!
সইবোনাকো কোনোই বিরোধ  
রক্ত শুধুই চাই!  
জাত জালিয়াত ধর্ম জুয়া
                  খেলবে খেলা কত?
ধর্মাবেগের বজ্জাতিতে  
জীবন নিলে শত!  
    
ঠুনকো এতোই ধর্ম যে তায়
                 মূর্ছা লাগে প্রায়  
টিপ্পনীতেই রসাতলে
অস্তমিত হায়!
এতই যদি সূক্ষ্ম সে হয়
                দু-এক কথায় কাত
ভণ্ডরা তো ফায়দা নেবে
কিস্তি দেবেই মাত।    


স্রষ্টা যে তাঁর শক্তি অপার
                   ধারন করেন তিনি
গড ভগবান আল্লা যীশু
সকল নামেই চিনি।    
তিনিই আদি, অন্ত তিনি
                    তিনিই পরম গুনি
শাস্ত্র বল গ্রন্থ বল
তিনিই জ্ঞানের খনি।


দু’একটা ওই প্রশ্ন শুনে  
                  ভির্মি খাবেন তিনি!    
স্রষ্টা বলে দুনিয়া তবে  
মানবে কেন শুনি!  
তোমরা বল স্রষ্টা সে এক
                 নেইকো তাঁহার জাত
বিভেদ তবে করছ কিসে?
কিসেরই ভেদভাদ!  


বলছ সবাই- আমায় দেখ
                 আমার ধর্ম প্রথম
আমার ধর্ম সবসে মহান
অন্যথাতে খতম।    
খাদ্য দেখ, বস্ত্র দেখ
                  টিকি দাঁড়ি ক্রস
বাছ বিচারের বেচা-কেনায়  
স্রষ্টা কোথায় বশ?


খাবার খেলেও ধর্মাবেগে
                 আঘাত লাগে যদি
ভাবের ঘরেই করছ চুরি  
শূন্য ভবের নদী।  
জীবের ধর্ম জীবনধারণ
                 খাদ্য বাঁচায় প্রাণ
সত্ত্ব-আমিষ ঘুচলে বিভেদ  
মিলবে পরিত্রাণ।

  
পোশাক দেখেই মানুষ চেনো!
খোলস শুধুই ওটা
আসল মানুষ দোষে-গুণে রক্তমাংসে  
ঠিক ভুলে যাও সেটা।  
তিনিই প্রভু পরম দয়াল
                 মাফ করে দেন সব
তাঁহার নামেই মুণ্ড কেটে    
কেমন সে উৎসব!


ঠুনকো এতই ভাবের আবেগ
                 আঘাত লাগুক তবে
ঝকমকে সব খোলস যত  
পড়ুক ভেঙে সবে।  
আবেগ নিয়েই মত্ত থাকো
                  বিবেক পুড়ে খাক
রক্ত হোলী'ই খেলবে যখন  
ধর্ম নিপাত যাক।।