ধর্ম'কে যারা বেচে আর কেনে
রোজ দু-বেলার সংস্থানে-
ধার্মিক সেজে পরিণত তারা
জাহান্নামের মস্তানে।
ধর্ম'কে নিয়ে বড়াই কর!
লড়াই কর শত-!
ভেঙে ফেল সব সৌধ-তোরণ
ভালবাসা ছিল যত!
কেউ কারো আর মুখ দেখো না!
আক্রোশ জমে খুব!
গালাগালি কর! হানাহানি কর!
ঝগড়ায় দাও ডুব!
নিশ্চিত জেনো পৃথিবীতে আজ
ধর্ম রয়েছে দুটো
বাকি সব গেছে রসাতলে
সব কিছু মেকী ঝুটো–
ধর্ম দুটোই- গরীবের- এক
খেটে মরা মাঠে ঘাটে
ধনীর ধর্ম- চেটে পুটে খাওয়া
ফায়দা সতত লোটে।
ক্ষুধার ধর্ম- পেটের ভেতরে
চাগাড় যখন দেয়
রাম ও রহিম এক জোট হয়ে
ভাতের গন্ধ নেয়…।।