এই যে তুমি ধর্ম নামের
কেতাবি কথাটা বল-
কিতাবে যা কিছু রয়েছে লেখা
সব কি মানিয়া চল!
কিতাবের বানী তুমিও পড়েছ
আমিও জেনেছি কিছু।
মিলনের কথা বলেনি সেখানে!
নিয়েছো হনন পিছু!
আচ্ছা না হয় তোমার ধর্ম-
সব সেরা এই ভুবনে।
সেরা সেরা বলে দুনিয়া কাঁপালে!
শান্তি মেলে কি জ্বলনে।
শান্তি কখনো আসেনি ধরায়-
চোখ নিলে কারো উপড়ে।
সুখের ঘুমেতে খোকা কি ঘুমায়-
মায়ের প্রবল চাপড়ে!
হতে পার তুমি প্রতাপশালী-
কষায়িত রোষ নয়নে!
ক্ষমাশীল যদি নাই হতে পার-
মানবতা মরে দুঃস্বপনে।
আচ্ছা তোমায় প্রশ্ন শুধাই
প্রভুরে রাখিও স্মরণে-
বলেছেন তিনি মানুষ মারিতে -
তেলাপোকা রূপ মরণে!
তুমিও যেমন আমিও তেমন-
ধর্ম দু জনেই মানি।
অথচ তুমি জল কর পান-
আমি করি পান পানি!
জলে আর তেলে মেশেনি কখনো-
কখনোই তারা মেশেনা।
পাশাপাশি থাকে চিরকাল তারা-
কেউ কারো রোষে পোড়ে না।
ধর্মে ধর্মে ঐক্য হয়নি-
কোন দিন কোন কালে।
কত তাজা প্রাণ ঝরে গেছে-
দেখ বিষময় কৃতফলে।
মানুষে মানুষে ঐক্য হোক-
ধর্ম থাকুক সরে।
হাতে হাত রেখে সেতু বাঁধা হোক-
দ্বিচারিতা যাক দূরে।
ভালবাসা কে ভালবেসে দেখো-
ধর্ম জানতে হবে না।
জগত স্রষ্টা তোমাতে মিলাবে-
কোথাও খুঁজতে হবে না।
মিলনের আশে মানুষের শ্রোত
ধেয়ে এলে দলে দলে-
মানুষেরই প্রেম মন্দ্রিত হবে-
অবিনাশী আকাশের তলে।