নিজেকে অনেক উদার মেনেছি!          
                   কাউকে দেখিনি নিচু-
সকল ধর্ম সত্য মেনেছি!
                   গর্বিত শীর উঁচু।  


আমার ধর্ম আমি তো মানিই
                    তোমার ধর্ম তুমি-
কিন্তু যখনই বাগাড়া দিয়েছো
                    উত্তাল রণভূমি।


পাপী তাপী ওরা বড় নচ্ছার -
                   ধর্মে দিয়েছে গালি!
টিকি দাঁড়ি মিলে সবে সোচ্চার
                  ধড় খানা কেটে ফেলি!


কোন দিন বসে এমন কি ভাবি!
                 ভাবনাটা খুবই দামি -  
যেই গালিটা দিয়েছি ওকে-  
                দেইনা আমাকে  আমি!  


আমিও তো ভাবি অমনি করেই
                 বিধর্মী কেউ এলে-
মুখে মুখে শুধু প্রকাশ করিনা  
                 আবরণ খুলে ফেলে।  


বিশ্বাস রাখি সবার মতে!  
                     আসলেই তা সঠিক না
আমার পুজিতা লাঞ্ছিতা হলে
                     বিশ্বাস কিছু রাখিই না।


যতক্ষণ তুমি লিমিটে থাকো
                    আমিও চুপটি থাকি
কিন্তু যদি যুক্তি টা রাখো
                    উপড়ে ফেলিব আঁখি!  


উদারতা বলে কিছু নেই প্রিয়-
                   আসলে কিচ্ছু থাকে না।  
মতের অমতে টক্কর হলে  
                   বন্ধ দিমাগ কিচ্ছুকে আর মানে না।      


উদারতা যদি একটুও থাকে
                   একবার ভেবে দেখি না
ধর্মকে বুকে ধারণ করি
                  বাজারে না হয় খুঁজি না।


কেউ যদি ভাবে অন্য কিছু
                   ভাবুক না –
আস্থা আমার আমারই রবে  
                   বজ্র বিজলী নামুক না।


কেউ তেড়ে গালাগাল করে!
                    করুক না –  
ওটাই ওদের ধর্ম না হয়
                       ওমনি করেই মানুক না।


যিনিই মাতা, তিনিই কামিনী-
                       যার যা খুশী ভাবুক না।
সন্তান ব্রতী মাতৃ পূজায় -
                       অর্চনাতে মাতুক না।
-------------------------------------------------------------------------------------------------------------
এই কবিতার কিছু অংশ প্রিয় কবি শ্রীযুক্ত জগদীশ চন্দ্র মণ্ডল মহাশয়ের ১২/১১/২০২০ তারিখের কবিতা "বন্ধ করো রঙ্গ রস" এর মন্তব্যে লিখেছিলাম। কবিতাটি তাঁকেই উৎসর্গ করছি।
আমার লেখনী তে কারোর ভাবাবেগে আঘাত করার বিন্দুমাত্র অভিপ্রায় নেই... শুধুমাত্র আমার ভাবাবেগটুকুই প্রকাশ করলাম।