ধরা আর ছোঁয়ার মধ্যে—
দুস্তর ব্যবধান
অথচ,
     ধরা-ছোঁয়া মানে— কাছাকাছি,
অল্প ব্যবধান।

শব্দেরা যখনই ধরা-ছোঁয়ায় চলে আসে-
স্রষ্টা ও সৃষ্টি—
             একাঙ্গে গিয়ে মেশে।।