বহতা নদীর মত তারা খসে—
মিছিলে অজস্র পরিচিত মুখ।  

একদা নাগরিক শূন্য হবে আকাশ—
পৃথিবীস্থ বামন বালকেরা
সমস্ত ধানিজমি উড়াবে ঘুড়ির মত।

কান্না—
সে তো ফল্গু হবে—
এ খবর সুনিশ্চিত।।